আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৬৬৯
আন্তর্জতিক নং: ১৭৮৪
পরিচ্ছেদঃ ১১১৭. তানঈম থেকে উমরা করা।
১৬৬৯। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে সওয়ারীর পিঠে আয়িশা (রাযিঃ) কে বসিয়ে তানঈম থেকে উমরা করানোর নির্দেশ দেন।
রাবী সুফিয়ান (রাহঃ) একবার বলেন, এ হাদীস আমি আমরের কাছে বহুবার শুনেছি।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন