আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৬
১২৫। চপ্পল পরা অবস্থায় উভয় পা ধোয়া, কিন্তু চপ্পলের উপর মাসাহ না করা
১৬৫। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... উবাইদ ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণিতঃ তিনি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) কে বললেন, হে আবু আব্দুর রহমান! আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখি, যা আপনার অন্য কোন সঙ্গীকে করতে দেখিনা। তিনি বললেন, ইবনে জুরায়জ, সেগুলো কি? তিনি বললেন, আমি দেখি, (১) আপনি তাওয়াফ করার সময় রুকনে ইয়ামানী দুটি ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না। (২) আপনি ‘সিবতী’ (পশমবিহীন) চপ্পল পরিধান করেন; (৩) আপনি (কাপড়ে) হলুদ রং ব্যবহার করেন এবং (৪) আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে; কিন্তু আপনি তারবিয়ার দিন (৮-ই যিলহজ্জ) না এলে ইহরাম বাঁধেন না।
আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ রুকনের কথা যা বলেছ, তা এজন্য করি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইয়ামানী রুকনদ্বয় ছাড়া আর কোনটি স্পর্শ করতে দেখিনি। আর ‘সিবতী’ চপ্পল, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পশমবিহীন চপ্পল পরতে এবং তা পরিহিত অবস্থায় উযু করতে দেখেছি, তাই আমি তা করতে ভালবাসি। আর হলুদ রং, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা দিয়ে কাপড় রংিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রংিন করতে ভালবাসি। আর ইহরাম, রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে তাঁর সওয়ারি রওয়ানা না হওয়া পর্যন্ত আমি তাঁকে ইহরাম বাঁধতে দেখিনি।
আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ রুকনের কথা যা বলেছ, তা এজন্য করি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইয়ামানী রুকনদ্বয় ছাড়া আর কোনটি স্পর্শ করতে দেখিনি। আর ‘সিবতী’ চপ্পল, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পশমবিহীন চপ্পল পরতে এবং তা পরিহিত অবস্থায় উযু করতে দেখেছি, তাই আমি তা করতে ভালবাসি। আর হলুদ রং, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা দিয়ে কাপড় রংিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রংিন করতে ভালবাসি। আর ইহরাম, রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে তাঁর সওয়ারি রওয়ানা না হওয়া পর্যন্ত আমি তাঁকে ইহরাম বাঁধতে দেখিনি।
