আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪৭
১০৯৫. বাতনে ওয়াদী (উপত্যকার নীচুস্থান) থেকে কংকর মারা
১৬৩৬। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ (রাযিঃ) বাতন ওয়াদী থেকে কংকর মারেন। তখন আমি তাঁকে বললাম, হে আবু আব্দুর রহমান! লোকেরা তো এর উচুস্থান থেকে কংকর মারে। তিনি বলেলেন, সে সত্তার কসম! যিনি ব্যতীত কোন ইলাহ নেই, এটা সে স্থান, যেখানে সূরা বাকারা নাযিল হয়েছে।
আব্দুল্লাহ ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) থেকে এরূপ বর্ণনা করেন।
আব্দুল্লাহ ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) থেকে এরূপ বর্ণনা করেন।
