আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪৩
১০৯৩. (হাজীদের) পানি পান করানোর ব্যবস্থাকারীদের ও অন্যান্য লোকদের (উযর বশত) মিনার রাতগুলোতে মক্কায় অবস্থান করা।
১৬৩৪। মুহাম্মাদ ইবনে উবাইদ ইবনে মায়মুন, ইয়াহয়া ইবনে মুসা ও মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, আব্বাস (রাযিঃ) পানি পান করানোর জন্য মিনার রাতগুলোতে মক্কায় অবস্থানের ব্যাপারে নবী (ﷺ) এর নিকট অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলেন। আবু উসামা, উকবা ইবনে খালিদ ও আবু যামরা (রাহঃ) এ হাদীস বর্ণনায় মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইরের অনুসরণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন