আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৩১
১০৮৮. উমরা আদায়ের পর তামাত্তু’কারীর চুল ছাটা।
১৬২৩। মুহাম্মাদ ইবনে আবু বকর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মক্কায় এসে সাহাবীদের নির্দেশ দিলেন, তারা যেন বায়তুল্লাহ এবং সাফা ও মারওয়ার তাওয়াফ করে। এরপর মাথার চুল মুণ্ডিয়ে বা চুল ছেটে হালাল হয়ে যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন