আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৬০৫
আন্তর্জতিক নং: ১৭১৩

পরিচ্ছেদঃ ১০৭৯. উট বাঁধা অবস্থায় কুরবানী করা

১৬০৫। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... যিয়াদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ) কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইবনে উমর (রাযিঃ) বললেন, সেটি উঠিয়ে দাঁড়ান অবস্থায় বেঁধে নাও। (এ) মুহাম্মাদ (ﷺ) এর সুন্নত।
[ইমাম বুখারী (রাহঃ) বলেন যে,] শু’বা (রাহঃ) ইউনুস সূত্রে যিয়াদ (রাহঃ) থেকে হাদীসটি أَخْبَرَنِي শব্দ দিয়ে বর্ণনা করেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন