আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৬০৪
আন্তর্জতিক নং: ১৭১২
পরিচ্ছেদঃ ১০৭৮. যে ব্যক্তি নিজ হাতে কুরবানী করে
১৬০৪। সাহল ইবনে বাক্কার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) নিজ হাতে সাতটি উট দাঁড়িয়ে থাকা অবস্থায় কুরবানী করেন এবং মদীনাতেও হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট সুন্দর দু’টি দুম্বা তিনি কুরবানী করেছেন। এখানে হাদীসটি সংক্ষেপে বর্ণিত হয়েছে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন