আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৫৯২
আন্তর্জতিক নং: ১৭০০

পরিচ্ছেদঃ ১০৭০. যে নিজ হাতে কিলাদা বাঁধে

১৫৯২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... যিয়াদ ইবনে আবু সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়িশা (রাযিঃ) এর নিকট পত্র লিখলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, যে ব্যক্তি কুরবানীর পশু (মক্কা) পাঠায় তা যবেহ না করা পর্যন্ত তাঁর জন্য ঐ সমস্ত কাজ হারাম হয়ে যায়, যা হাজীদের জন্য হারাম। (বর্ণনাকারিণী আমরা) বলেন, আয়িশা (রাযিঃ) বললেন, ইবনে আব্বাস (রাযিঃ) যেমন বলেছেন, ব্যাপার তেমন নয়। আমি নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ) এর কুরবানীর পশুর কিলাদা পাকিয়ে দিয়েছি আর তিনি নিজ হাতে তাঁকে কিলাদা পরিয়ে দেন। এরপর আমার পিতার সঙ্গে তা পাঠান। সে জানোয়ার যবেহ করা পর্যন্ত আল্লাহ কর্তৃক হালাল করা কোন বস্তু রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি হারাম হয়নি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ১৫৯২ | মুসলিম বাংলা