আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
১৫১৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... যুবাইর ইবনে আরাবী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি হাজরে আসওয়াদ সম্পর্কে ইবনে উমর (রাযিঃ) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। সে ব্যক্তি বলল, যদি ভীড়ে আটকে যাই বা অপারগ হই তাহলে (চুম্বন করা, না করা সম্পর্কে) আপনার অভিমত কি? তিনি বললেন, আপনার অভিমত কি? এ কথাটি ইয়ামানে রেখে দাও। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।
মুহাম্মাদ ইবনে ইউসুফ ফিরাবরী (রাহঃ) বলেন, আমি আবু জা’ফর (রাহঃ) এর কিতাবে পেয়েছি তিনি বলেছেন, আবু আব্দুল্লাহ** যুবাইর ইবনে আদী (রাহঃ) তিনি হলেন কূফী আর যুবাইর ইবনে আরাবী (রাহঃ) তিনি হলেন বসরী।
**ইফায় অনুবাদে قال র ফায়েল হিসেবে আবু জাফর অনুবাদ করা হয়েছে কিন্ত তা ভূল, এখানে ফায়েলঃ আবু আব্দুল্লাহ…...।
সঠিক অনুবাদঃ মুহাম্মাদ ইবনে ইউসুফ ফিরাবরী (রাহঃ) বলেন, আমি আবু জা’ফর (রাহঃ) এর কিতাবে পেয়েছি, আবু আব্দুল্লাহ বুখারী রাহঃ বলেনঃ যুবাইর ইবনে আদী (রাহঃ) তিনি হলেন কূফী আর যুবাইর ইবনে আরাবী (রাহঃ) তিনি হলেন বসরী।----টিকাকার।
হাফিয ইবনে হাজার রাহঃ বলেনঃ
فتح الباري لابن حجر (3/ 476)
فحكى الفربري أنه وجد في كتاب أبي جعفر يعني محمد بن أبي حاتم وراق البخاري قال قال أبو عبد الله يعني البخاري الزبير بن عربي هذا بصري والزبير بن عدي كوفي انتهى هكذا وقع عند أبي ذر عن شيوخه عن الفربري وعند الترمذي من غير رواية الكرخي وعقب هذا الحديث الزبير هذا هو بن عربي
----টিকাকার।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন