আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৭৪
৯৯৯. দিনে বা রাতে মক্কায় প্রবেশ করা
১৪৭৯। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ভোর পর্যন্ত যী-তুয়ায় রাত যাপন করেন, তারপর মক্কায় প্রবেশ করেন। (রাবী নাফি‘ বলেন) ইবনে উমর (রাযিঃ)-ও এরূপ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন