আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৪৪৩
আন্তর্জতিক নং: ১৫৩৪
পরিচ্ছেদঃ ৯৭৬. নবী (ﷺ) এর বাণীঃ আকীক বরকতময় উপত্যকা।
১৪৪৩। হুমায়দী (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আকীক উপত্যকায় অবস্থানকালে আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ আজ রাতে আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন আগন্তুক আমার নিকট এসে বললেন, আপনি এই বরকতময় উপত্যকায় নামায আদায় করুন এবং বলুন, (আমার এ ইহরাম) হজ্জের সাথে উমরারও।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন