আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৯৭
৯৪৬. সাদ্কাদাতার জন্য ইমামের কল্যাণ কামনা ও দুআ।
এবং মহান আল্লাহর বাণীঃ তাদের সম্পদ থেকে সাদ্কা গ্রহণ করবেন, এর দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন। আপনি তাদের জন্য দুআ করবেন, আপনার দুআ তাদের জন্য চিত্ত স্বস্তিকর (৯ঃ ১০৩)
এবং মহান আল্লাহর বাণীঃ তাদের সম্পদ থেকে সাদ্কা গ্রহণ করবেন, এর দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন। আপনি তাদের জন্য দুআ করবেন, আপনার দুআ তাদের জন্য চিত্ত স্বস্তিকর (৯ঃ ১০৩)
১৪১০। হাফস ইবনে উমর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন নবী (ﷺ) এর নিকট নিজেদের সাদ্কা নিয়ে উপস্থিত হতো, তখন তিনি বলতেনঃ আল্লাহ! অমুকের প্রতি রহমত বর্ষণ করুন। একবার আমার পিতা সাদ্কা নিয়ে হাযির হলে তিনি বললেনঃ হে আল্লাহ! আবু আওফার বংশধরের প্রতি রহমত বর্ষণ করুন।
