আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৯৩
৯৪৩. নবী (ﷺ) এর সহধর্মিণীদের আযাদকৃত দাস-দাসীদের সাদ্‌কা দেওয়া।
১৪০৬। আদম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বারীরা নাম্নী দাসীকে আযাদ করার উদ্দেশ্যে কিনতে চাইলেন, তার মালিকরা বারীরার “ওয়ালা” (অভিভাবকত্বের অধিকার) এর শর্ত আরোপ করতে চাইল। আয়িশা (রাযিঃ) (বিষয়টি সম্পর্কে) নবী (ﷺ) এর কাছে উল্লেখ করলেন। নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি তাকে ক্রয় কর। কারণ, যে (তাকে) আযাদ করবে “ওয়ালা” তারই। আয়িশা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) এর কাছে একটু গোশত হাযির করা হল। আমি বললামঃ এটি বারীরাকে সাদ্‌কা স্বরূপ দেওয়া হয়েছে। নবী (ﷺ) বললেন, এ বারীরার জন্য সাদ্‌কা, আর আমাদের জন্য হাদিয়া।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন