আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৬৩
৯২৭. মুসলিমের উপর তার ঘোড়ার কোন যাকাত নেই।
১৩৭৮। আদম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মুসলিমের উপর তার ঘোড়া ও গোলামের কোন যাকাত নেই।*

*এখানে জিহাদের ঘোড়ার কথা বলা হয়েছে। ব্যবসার ঘোড়া হলে ব্যবসায়িক সম্পদ হিসেবে যাকাত আসবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতে বংশ বৃদ্ধির ঘোড়ায় যাকাত ওয়াজিব হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন