আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৫২
৯১৮. উটের যাকাত।
আবু বকর, আবু যর ও আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ বিষয়ে হাদীস বর্ণনা করেন।
আবু বকর, আবু যর ও আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ বিষয়ে হাদীস বর্ণনা করেন।
১৩৬৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তোমার তো বড় সাহস! হিজরতের ব্যাপারটি কঠিন, বরং তোমার কোন উট আছে কি যার যাকাত আদায় করে থাক? সে বলল, জ্বী হ্যাঁ, আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে সাগরের ওপারে হলেও (যেখানে থাক) তুমি আমল করবে। তোমার সামান্যতম আমলও আল্লাহ নষ্ট করবেন না।


বর্ণনাকারী: