আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৩৬১
আন্তর্জতিক নং: ১৪৪৬

পরিচ্ছেদঃ ৯১৩. যাকাত ও সাদ্কা কী পরিমাণ দিতে হবে এবং যে বকরী সাদ্কা করে।

১৩৬১। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... উম্মে আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নুসায়বা নাম্নী আনসারী মহিলার জন্য একটি বকরী (সাদ্‌কা স্বরূপ) পাঠানো হল। তিনি বকরীর কিছু অংশ আয়িশা (রাযিঃ) কে (হাদিয়া স্বরূপ) পাঠিয়ে দিলেন। নবী (ﷺ) বললেনঃ তোমাদের কাছে (আহার্য) কিছু আছে কি? আয়িশা (রাযিঃ) বললেন, নুসায়বা কর্তৃক প্রেরিত সেই বকরীর গোশত ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি বললেনঃ তাই নিয়ে এসো, কেননা বকরী (সাদ্‌কা) যথাস্থানে পৌঁছে গেছে (সাদ্‌কা গ্রহীতার নিকট)।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ১৩৬১ | মুসলিম বাংলা