আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৩৩৭
আন্তর্জতিক নং: ১৪২০

পরিচ্ছেদঃ ৮৯২. সুস্থ কৃপণের সাদ্‌কা দেওয়ার ফযীলত।

১৩৩৭। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কোন নবী সহধর্মিণী নবী (ﷺ) কে বললেন, আমাদের মধ্য থেকে সবার আগে (মৃত্যুর পর) আপনার সাথে কে মিলিত হবে? তিনি বললেনঃ যার হাত দীর্ঘতর। তাঁরা একটি বাঁশের কাঠির সাহায্যে হাত মেপে দেখতে লাগলেন। সাওদার হাত সকলের হাতের চেয়ে দীর্ঘতর বলে প্রমাণিত হল। পরে আমরা অনুধাবন করতে পারলাম যে, সাদ্‌কার আধিক্য তাঁর হাত দীর্ঘ করে দিয়েছিল। আমাদের মাঝে তিনি সবার আগে রাসূল (ﷺ) এর সাথে মিলিত হন। তিনি সাদ্‌কা করা ভালোবাসতেন।*

*নির্ভরযোগ্য ইতিহাস অনুসারে হযরত যয়নব (রাযিঃ) সবার আগে ইন্তিকাল করেন। সাওদা (রাযিঃ)-এর কথা হাদীসে যুক্ত হওয়া কোন এক রাবীর অসাবধানতার কারণে। যয়নাব (রাযিঃ)-এর ইন্তিকাল হয় উমর (রাযিঃ)-এর খিলাফতকালে আর সাওদা (রাযিঃ)-এর ইন্তিকাল হয় মু'আবিয়া (রাযিঃ)-এর খিলাফতকালে ৫৪ হিজরীতে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন