আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং: ১৩১২
আন্তর্জতিক নং: ১৩৯৪

পরিচ্ছেদঃ ৮৮১. দুষ্ট প্রকৃতির মৃতদের আলোচনা।

১৩১২। উমর ইবনে হাফস (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু লাহাব (লা’নাতুল্লাহি আলাইহি), নবী (ﷺ) কে লক্ষ্য করে বললো, সারাদিনের জন্য তোমার ক্ষতি হোক! (তার এ কথার পরিপ্রেক্ষিতে) অবতীর্ণ হয়ঃ "আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক!"


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ১৩১২ | মুসলিম বাংলা