আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৯০
৮৭৯. নবী (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর কবরের বর্ণনা।
১৩০৮। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... সুফিয়ান তাম্মার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী (ﷺ) এর কবর উটের কুঁজের ন্যায় (উঁচু) দেখেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন