আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৮২
৮৭৪. মুসলমানদের (না-বালিগ) সন্তানদের বিষয়ে যা বলা হয়েছে।
১২৯৯। আবুল ওয়ালিদ (রাহঃ) ......... বারা’আ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (নবী (ﷺ) তনয়) ইবরাহীম (রাযিঃ) এর ওফাত হলে, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাঁর জন্য তো জান্নাতে একজন দুধ-মা রয়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন