আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং: ১২৪১
আন্তর্জতিক নং: ১৩২০
পরিচ্ছেদঃ ৮৩৭. জানাযার নামাযের কাতার।
১২৪১। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বললেনঃ আজ হাবশা দেশের (আবিসিনিয়ার) একজন নেককার লোকের ওফাত হয়েছে, তোমরা এসো, তাঁর জন্য (জানাযার) নামায আদায় কর। রাবী বলেন, আমরা তখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ালে নবী (ﷺ) (জানাযার) নামায আদায় করলেন, আমরা ছিলাম কয়েক কাতার।
আবু যুবাইর (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন, জাবির (রাযিঃ) বলেছেন, আমি দ্বিতীয় কাতারে ছিলাম।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন