আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৪১
৭৮৬. কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া।
১১৬৯। বিশর ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু সালামা (রাহঃ) বলেন, নবী (ﷺ) এর সহধর্মিণী আয়িশা (রাযিঃ) আমাকে বলেছেন, (রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের খবর পেয়ে) আবু বকর (রাযিঃ) ‘সুনহ’-এ অবস্থিত তাঁর বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন। সেখানে লোকদের সাথে কোন কথা না বলে আয়িশা (রাযিঃ) এর ঘরে প্রবেশ করে রাসূলুল্লাহ (ﷺ) এর দিকে অগ্রসর হলেন। তখন তিনি একখানি হিবারাহ ইয়ামানী চাঁদর দ্বারা আবৃত ছিলেন। আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) এর মুখমণ্ডল উম্মুক্ত করে তাঁর উপর ঝুকে পড়লেন এবং চুমু খেলেন, তারপর কাঁদতে লাগলেন এবং বললেন, ইয়া নবীয়্যাল্লাহ! আমার পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না। তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন।
আবু সালামা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে খবর দিয়েছেন যে, (তারপর) আবু বকর (রাযিঃ) বেরিয়ে এলেন। তখন উমর (রাযিঃ) লোকদের সাথে কথা বলছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁকে বললেন, বসে পড়ুন। তিনি তা মানলেন না। আবু বকর (রাযিঃ) তাঁকে বললেন, বসে পড়ুন , তিনি তা মানলেন না। তখন আবু বকর (রাযিঃ) কালিমা-ই-শাহাদাতের দ্বারা (বক্তব্য) আরম্ভ করলেন। লোকেরা উমর (রাযিঃ)-কে ছেড়ে তাঁর দিকে মনোযোগী হন। আবু বকর (রাযিঃ) বললেন, আম্মাবা’দ! তোমাদের মধ্যে যারা মুহাম্মাদ (ﷺ) এর ইবাদত করতে, (তারা জেনে রাখুক) মুহাম্মাদ (ﷺ) সত্যই ইনতিকাল করেছেন। আর যারা মহান আল্লাহর ইবাদত করতে, (তারা জেনে রাখুক) নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, অমর। মহান আল্লাহ ইরশাদ করেনঃ অর্থাৎ মুহাম্মাদ একজন রাসূল মাত্র ...... শাকিরীন পর্যন্ত। (৩ঃ ১১৪)। আল্লাহর কসম, মনে হচ্ছিল যেন আবু বকর (রাযিঃ)-এর তিলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে, আল্লাহপাক এ আয়াত নাযিল করেছেন। এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন। প্রতিটি মানুষকেই তখন ঐ আয়াত তিলাওয়াত করতে শোনা গেল।
আবু সালামা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে খবর দিয়েছেন যে, (তারপর) আবু বকর (রাযিঃ) বেরিয়ে এলেন। তখন উমর (রাযিঃ) লোকদের সাথে কথা বলছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁকে বললেন, বসে পড়ুন। তিনি তা মানলেন না। আবু বকর (রাযিঃ) তাঁকে বললেন, বসে পড়ুন , তিনি তা মানলেন না। তখন আবু বকর (রাযিঃ) কালিমা-ই-শাহাদাতের দ্বারা (বক্তব্য) আরম্ভ করলেন। লোকেরা উমর (রাযিঃ)-কে ছেড়ে তাঁর দিকে মনোযোগী হন। আবু বকর (রাযিঃ) বললেন, আম্মাবা’দ! তোমাদের মধ্যে যারা মুহাম্মাদ (ﷺ) এর ইবাদত করতে, (তারা জেনে রাখুক) মুহাম্মাদ (ﷺ) সত্যই ইনতিকাল করেছেন। আর যারা মহান আল্লাহর ইবাদত করতে, (তারা জেনে রাখুক) নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, অমর। মহান আল্লাহ ইরশাদ করেনঃ অর্থাৎ মুহাম্মাদ একজন রাসূল মাত্র ...... শাকিরীন পর্যন্ত। (৩ঃ ১১৪)। আল্লাহর কসম, মনে হচ্ছিল যেন আবু বকর (রাযিঃ)-এর তিলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে, আল্লাহপাক এ আয়াত নাযিল করেছেন। এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন। প্রতিটি মানুষকেই তখন ঐ আয়াত তিলাওয়াত করতে শোনা গেল।
