আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৫
আন্তর্জতিক নং: ১২২৮

পরিচ্ছেদঃ ৭৭৮. সিজদায়ে সাহুর পর তাশাহহুদ না পড়লে।
আনাস (রাযিঃ) ও হাসান (বসরী) (রাহঃ) সালাম ফিরিয়েছেন। কিন্তু তাশাহহুদ পড়েননি। কাতাদা (রাহঃ) বলেছেন, তাশাহহুদ পড়বে না।

১১৫৫। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দু’রাকআত আদায় করে নামায শেষ করলেন। যুলইয়াদাইন (রাযিঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! নামায কি কম করে দেয়া হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, যুলইয়াদাইন কি সত্য বলছে? মুসল্লীগণ বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে আরও দু’রাকআত নামায আদায় করলেন। তারপর তিনি সালাম ফিরালেন এবং তাকবীর বললেন, পরে সিজদা করলেন, স্বাভাবিক সিজদার মতো বা তাঁর চেয়ে দীর্ঘ। এরপর তিনি মাথা তুললেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন