আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২০৭
৭৬৪. নামাযের মধ্যে কংকর সরানো ।
১১৩৪। আবু নু’আইম (রাহঃ) ......... মু’আইকীব (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সিজদার স্থান থেকে মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমার একান্তই করতে হয়, তা হলে একবার।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন