আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৫৫
৭৩৫. যে ব্যক্তি রাত জেগে নামায আদায় করে তাঁর ফযীলত।
১০৮৮। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... হায়সাম ইবনে আবু সিনান থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) তাঁর ওয়ায বর্ণনাকালে রাসূলুল্লাহ (ﷺ) এর আলোচনা প্রসঙ্গে বলেন, তোমাদের এক ভাই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাযিঃ) অনর্থক কথা বলেন নি।*
“আর আমাদের মাঝে বর্তমান রয়েছেন আল্লাহর রাসূল, যিনি আল্লাহর কিতাব তিলাওয়াত করেন, যখন উদ্ভাসিত হয় ভোরের আলো। গোমরাহীর পর তিনি আমাদের হিদায়াতের পথ দেখিয়েছেন, তাই আমাদের হৃদয়সমূহ, তাঁর প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী যে, তিনি যা বলেছেন তা অবশ্য সত্য। তিনি রাত কাটান শয্যা থেকে পার্শ্বকে দূরে সরিয়ে রেখে, যখন মুশরিকরা শয্যাগুলোতে নিদ্রামগ্ন থাকে।”
আর উকাইল (রাহঃ) ইউনুস (রাহঃ)-এর অনুসরণ করেছেন। যুবায়দী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রেও তা বর্ণনা করেছেন।

* আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আনসারী (রাযিঃ) কর্তৃক রাসূলুল্লাহ (ﷺ) এর প্রশংসায় রচিত কবিতার কয়েকটি পংক্তি। তিনি মুতা যুদ্ধে শাহাদাত বরণ করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন