প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩৬তম পর্ব) – লাইলাতুল কদর

১৩ জুন, ২০২৪
১৮৩২

বছরের সব দিন এক নয়। কিছু কিছু দিনকে আল্লাহ তা‘আলা অন্য দিনের তুলনায় বেশি সম্মান দান করেছেন। লাইলাতুল কদরও তেমনি এক রাত:

লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম (সূরাতুল কদর: ৩)


আমরা সারা বছরই আল্লাহর ইবাদত করবো। তবে শবে কদরে অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করা সুন্নাত। শুধু তাই নয়, এই রাতের অনুসন্ধান করাও আলাদা সুন্নত:

তোমরা রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে খোঁজ! (বুখারী)


এই রাতটা নামায পড়ে কাটানোই সুন্নত। অন্য ইবাদতও করা যাবে:

= যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, সওয়াব পাওয়ার আশায় দাঁড়াবে (নামায আদায় করবে), তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।


এই রাতে আমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়বো। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবো। এ-রাতেই কুরআন নাযিল হয়েছে!

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত

...

শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দাঃ
১০ নভেম্বর, ২০২৪
৫০৩৭ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

বিবিধ

মাওলানা আবু তাহের মিছবাহ দাঃ

শাইখ মুহাম্মাদ আওয়ামা

মাওলানা ইমদাদুল হক

আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রাহ.

মাওলানা মুহাম্মদ গিয়াসুদ্দীন হুসামী

আল্লামা মনযুর নোমানী রহঃ

মাওলানা শিব্বীর আহমদ

মাওলানা মাহমুদ বিন ইমরান

আল্লামা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দাঃ

মাওলানা ইনআমুল হাসান রহ.

মাওলানা যাইনুল আবিদীন

আবদুল্লাহ আল মাসউদ

শাইখুল ইসলাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.

মুফতী আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ

আল্লামা ইকবাল

হযরত মাওলানা মুহিউদ্দীন খান

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

শাইখ আলী তানতাভী

মাওলানা আতাউল কারীম মাকসুদ