প্রবন্ধ
বছরের সব দিন এক নয়। কিছু কিছু দিনকে আল্লাহ তা‘আলা অন্য দিনের তুলনায় বেশি সম্মান দান করেছেন। লাইলাতুল কদরও তেমনি এক রাত:
লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম (সূরাতুল কদর: ৩)
আমরা সারা বছরই আল্লাহর ইবাদত করবো। তবে শবে কদরে অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করা সুন্নাত। শুধু তাই নয়, এই রাতের অনুসন্ধান করাও আলাদা সুন্নত:
তোমরা রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে খোঁজ! (বুখারী)
এই রাতটা নামায পড়ে কাটানোই সুন্নত। অন্য ইবাদতও করা যাবে:
= যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, সওয়াব পাওয়ার আশায় দাঁড়াবে (নামায আদায় করবে), তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।
এই রাতে আমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়বো। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবো। এ-রাতেই কুরআন নাযিল হয়েছে!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
টুপি পরিধান করার কোন প্রমাণ কি হাদীস বা আছারে সাহাবায় নেই?
...
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
রাসুলুল্লাহ সা.-এর ভাষায়: যারা আমাদের মধ্য থেকে নয়
اَلْحَمْدُ لِلّهِ وَكَفَى وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِيْن َاصْطَفَى اَمَّا بَعْدُ! فَاَعُوْذُ ...
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন