প্রবন্ধ
একজন ক্ষুধার্তকে খাবার দান করার ব্যাপারটাই অন্যরকম এক আবেগ জাগানিয়া বিষয়। তার ওপর যদি একজন রোযাদারকে ইফতার করানো সুযোগ ঘটে? একসাথে দুই সুন্নাত। এক ঢিলে দুই পাখি। এক পলকে দুই নেক আমল।
রোযাদার গরীব হতে হবে এমন নয়। বড়লোককে ইফতার করালেও সমান সওয়াব হবে। নবীজি সা. বলেছেন:
একজন রোযাদারকে ইফতার করালে, তার জন্যে সমান সওয়াব লেখা হবে। রোযাদারের সওয়াবও পুরোপুরি বহাল থাকবে।
আমি রোযাদারকে ইফতার করালে কী পাবো? তার সমান সওয়াব পাবো। রোযাদার কেমন সওয়াব পাবে?
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রোযা রাখলো, আল্লাহ তার মাঝে ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন (মুত্তাফাকুন আলাইহি)।
জাহান্নামকে দূরে হটাতে কতো খরচ হবে?
একটা খেজুর। এক ঢোক পানি দিয়েই সেটার বন্দোবস্ত হয়ে যাবে।
আমাদের শি‘আর (স্লোগান): (إنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا): যদি তার অনুসরণ করো, হেদায়াত পেয়ে যাবে (নূর: ৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
কাছরাতে যিকির
...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
রাসুলুল্লাহ সা.-এর ভাষায়: যারা আমাদের মধ্য থেকে নয়
اَلْحَمْدُ لِلّهِ وَكَفَى وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِيْن َاصْطَفَى اَمَّا بَعْدُ! فَاَعُوْذُ ...
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন