প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩১তম পর্ব) – মিলিয়ে দেয়া

১৩ জুন, ২০২৪
৬৭৪

এক: নবিজী (সা.) প্রশ্ন করলেন:

-আমি কি তোমাদেরকে রোযা, নামায ও সাদাকার চেয়েও মর্যাদায় উত্তম একটি ইবাদতের কথা বলবো?

-জ্বি, অবশ্যই! ইয়া রাসুলাল্লাহ!

-দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেয়া। কারণ এই (দূরত্ব সৃষ্টি হওয়া)-টা ধ্বংসাত্মক।


দুই: এই আমলটার মর্যাদা এত্ত বেশি! রোযা, নামায, সাদাকার চেয়েও? এখন থেকে তো তক্কে তক্কে থাকতে হবে।


তিন: আমলটা হতে পারে, স্বামী-স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে, পিতা-পুত্রের মাঝে মিল ঘটিয়ে, ভাই-ভাইয়ের মাঝে মিল ঘটিয়ে, বন্ধু-বন্ধুর সাথে মিল ঘটিয়ে, প্রতিবেশি-প্রতিবেশির সাথে মিল ঘটিয়ে, এমনকি দু’জন অপরিচিত ঝগড়াটের মাঝে মিল ঘটিয়েও। বাসে ঝগড়া-কুস্তিরত দুই জন মহাপন্ডিতের মাঝে মিল ঘটিয়েও।


চার: এই আমল দ্বারা আমাদের দ্বীন মযবুত হবে। সমাজ মযবুত হবে। পরিবার মযবুত হবে।

আসুন আগে নিজেদের ঝগড়া মিটিয়ে নেই। আশেপাশের ঝগড়া মিটিয়ে দেই! সুন্নাত যে! নবিজী খুশি হবেন!

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন

...

শাঈখুল ইসলাম মুফতি তাকী উসমানী
১০ নভেম্বর, ২০২৪
১৯২৪ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

বিবিধ

মাওলানা আবু তাহের মিছবাহ দাঃ

শাইখ মুহাম্মাদ আওয়ামা

মাওলানা ইমদাদুল হক

আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রাহ.

মাওলানা মুহাম্মদ গিয়াসুদ্দীন হুসামী

আল্লামা মনযুর নোমানী রহঃ

মাওলানা শিব্বীর আহমদ

মাওলানা মাহমুদ বিন ইমরান

আল্লামা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দাঃ

মাওলানা ইনআমুল হাসান রহ.

মাওলানা যাইনুল আবিদীন

আবদুল্লাহ আল মাসউদ

শাইখুল ইসলাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.

মুফতী আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ

আল্লামা ইকবাল

হযরত মাওলানা মুহিউদ্দীন খান

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

শাইখ আলী তানতাভী

মাওলানা আতাউল কারীম মাকসুদ