প্রবন্ধ
এক: নবিজী (সা.) প্রশ্ন করলেন:
-আমি কি তোমাদেরকে রোযা, নামায ও সাদাকার চেয়েও মর্যাদায় উত্তম একটি ইবাদতের কথা বলবো?
-জ্বি, অবশ্যই! ইয়া রাসুলাল্লাহ!
-দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেয়া। কারণ এই (দূরত্ব সৃষ্টি হওয়া)-টা ধ্বংসাত্মক।
দুই: এই আমলটার মর্যাদা এত্ত বেশি! রোযা, নামায, সাদাকার চেয়েও? এখন থেকে তো তক্কে তক্কে থাকতে হবে।
তিন: আমলটা হতে পারে, স্বামী-স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে, পিতা-পুত্রের মাঝে মিল ঘটিয়ে, ভাই-ভাইয়ের মাঝে মিল ঘটিয়ে, বন্ধু-বন্ধুর সাথে মিল ঘটিয়ে, প্রতিবেশি-প্রতিবেশির সাথে মিল ঘটিয়ে, এমনকি দু’জন অপরিচিত ঝগড়াটের মাঝে মিল ঘটিয়েও। বাসে ঝগড়া-কুস্তিরত দুই জন মহাপন্ডিতের মাঝে মিল ঘটিয়েও।
চার: এই আমল দ্বারা আমাদের দ্বীন মযবুত হবে। সমাজ মযবুত হবে। পরিবার মযবুত হবে।
আসুন আগে নিজেদের ঝগড়া মিটিয়ে নেই। আশেপাশের ঝগড়া মিটিয়ে দেই! সুন্নাত যে! নবিজী খুশি হবেন!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন