প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৩তম পর্ব) – জান্নাত নেবে গো জান্নাত?

২৭ মে, ২০২৪
১১১৩

মাত্র বারো রাকাত পড়লেই জান্নাত। মেগা অফার। আগে এলে আগে পাবেন নয়, এলেই হবে। জান্নাত প্রস্তুত:

-আমি নবীজিকে বলতে শুনেছি: যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাত নামায পড়বে, বিনিময়ে তার জন্যে জন্যে জান্নাতে ঘর নির্মাণ করে রাখা হবে (উম্মে হাবীবা রা.-মুসলিম)


(এক) আম্মাজান উম্মে হাবীবা রা. বলেছেন:

-হাদীসটা শোনার পর থেকে আমি আর বারো রাকাত ছাড়িনি!

(দুই) আনবাসাহ বিন আবি সুফিয়ান রহ. বলেছেন:

-আমি উম্মে হাবীবা থেকে হাদীসটা শোনার পর থেকে কখনো বারো রাকাত ছাড়িনি!


(তিন) আমর বিন আওস রহ. বলেছেন:

-আমি আনবাসাহর কাছে হাদীসটা শোনার পর থেকে আমলটা বাকী জীবনে আর ছাড়িনি!


(চার) নু’মান বিন সালিম বলেছেন:

-আমি আমর বিন আওসের কাছে হাদীসটা শোনার পর থেকে আমলটা বাকী জীবনে আর ছাড়িনি!


এই বারো রাকাত হলো ফরযের অতিরিক্ত। আরেকটা হাদীসে বিস্তারিত আছে:

= যে ব্যক্তি নিয়মিত অধ্যবসায়ের সাথে বারো রাকাত আদায় করে যাবে, তার জন্যে আল্লাহ তা‘আলা জান্নাতে ঘর বানিয়ে রাখবেন! যোহরের আগে চার রাকাত। পরে দুই রাকাত। মাগরিবের পর দুই রাকাত। ঈশার পর দুই রাকাত। ফজরের আগে দুই রাকাত (আয়েশা রা.-নাসায়ী)


হোয়াইট হাউজের দাম কতো হবে? এই ঘর কেনা সম্ভব? বিক্রি হবে? অসম্ভব চিন্তা। কিন্তু দুনিয়ার তুচ্ছ হাউজের সাথে তুলনাই হয় না এমন একটা হাউজের মালিক বনে যেতে পারি। অনায়াসেই। প্রতিদিন মাত্র বারো রাকাত নামায পড়লেই। এই হাদীসের একটা চমৎকার দিক হলো আগের জন থেকে পরের জন শোনার পর থেকেই আমলটা আর ছাড়েননি!


উক্ত হাদীস সম্পর্কে আমর বিন আনবাসাহ রহ. চমৎকার একটা কথা বলেছেন:

-আনবাসাহ বিন আবি সুফিয়ান মৃত্যুশয্যায় আমাকে বলেছেন: এই হাদীস মনে বড় আনন্দ দেয়। কতো সহজ আমল অথচ কী অবিশ্বাস্য প্রতিদান!


অপটপিক: আনবাসাহ হাদীসটা সরাসরি তার বড় আপির কাছে শুনেছেন! আপ্পির কথা ছোট ভাই কি ফেলতে পারে! উম্মে হাবীবা রা. তার বড়োপি ছিলেন।

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

মিলাদ-কিয়াম এর শরঈ বিধান

...

মুফতী আমীর হোসাইন
১০ নভেম্বর, ২০২৪
১৭১৯৭ বার দেখা হয়েছে

টুপি পরিধান করার কোন প্রমাণ কি হাদীস বা আছারে সাহাবায় নেই?

...

মাওলানা ইমদাদুল হক
১০ নভেম্বর, ২০২৪
৫০৬৬ বার দেখা হয়েছে

চারটি মহৎ গুণ

...

শাঈখুল ইসলাম মুফতি তাকী উসমানী
১০ নভেম্বর, ২০২৪
৩৬৮৫ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহঃ

শাহ আব্দুল আযীয দেহলভী রহঃ

শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী রহঃ

মাওঃ উবাইদুল্লাহ সিন্ধী রহঃ

সায়্যিদ সাবেক রহঃ

আল্লামা আব্দুল মজীদ নাদীম রহঃ

মাওলানা আসলাম শাইখুপুরী

শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহঃ

মাওঃ আবু আম্মার যাহেদ রাশেদী

মাওঃ নুরুল হাসান রাশেদ কান্ধলভী

মুফতী হাবীবুর রহমান খাইরাবাদী

আল্লামা আবুল কালাম আযাদ রহঃ

মাওলানা সাঈদ আহমদ

মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন দাঃ

হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী রহঃ

মাওলানা হাবীবুর রহমান খান

মাওলানা সাঈদ আহমাদ বিন গিয়াসুদ্দীন

মাওঃ আবু বকর সিরাজী

শায়েখ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে উমার [রহ.]

মাওঃ এনামুল হাসান