প্রবন্ধ
মাত্র বারো রাকাত পড়লেই জান্নাত। মেগা অফার। আগে এলে আগে পাবেন নয়, এলেই হবে। জান্নাত প্রস্তুত:
-আমি নবীজিকে বলতে শুনেছি: যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাত নামায পড়বে, বিনিময়ে তার জন্যে জন্যে জান্নাতে ঘর নির্মাণ করে রাখা হবে (উম্মে হাবীবা রা.-মুসলিম)
(এক) আম্মাজান উম্মে হাবীবা রা. বলেছেন:
-হাদীসটা শোনার পর থেকে আমি আর বারো রাকাত ছাড়িনি!
(দুই) আনবাসাহ বিন আবি সুফিয়ান রহ. বলেছেন:
-আমি উম্মে হাবীবা থেকে হাদীসটা শোনার পর থেকে কখনো বারো রাকাত ছাড়িনি!
(তিন) আমর বিন আওস রহ. বলেছেন:
-আমি আনবাসাহর কাছে হাদীসটা শোনার পর থেকে আমলটা বাকী জীবনে আর ছাড়িনি!
(চার) নু’মান বিন সালিম বলেছেন:
-আমি আমর বিন আওসের কাছে হাদীসটা শোনার পর থেকে আমলটা বাকী জীবনে আর ছাড়িনি!
এই বারো রাকাত হলো ফরযের অতিরিক্ত। আরেকটা হাদীসে বিস্তারিত আছে:
= যে ব্যক্তি নিয়মিত অধ্যবসায়ের সাথে বারো রাকাত আদায় করে যাবে, তার জন্যে আল্লাহ তা‘আলা জান্নাতে ঘর বানিয়ে রাখবেন! যোহরের আগে চার রাকাত। পরে দুই রাকাত। মাগরিবের পর দুই রাকাত। ঈশার পর দুই রাকাত। ফজরের আগে দুই রাকাত (আয়েশা রা.-নাসায়ী)
হোয়াইট হাউজের দাম কতো হবে? এই ঘর কেনা সম্ভব? বিক্রি হবে? অসম্ভব চিন্তা। কিন্তু দুনিয়ার তুচ্ছ হাউজের সাথে তুলনাই হয় না এমন একটা হাউজের মালিক বনে যেতে পারি। অনায়াসেই। প্রতিদিন মাত্র বারো রাকাত নামায পড়লেই। এই হাদীসের একটা চমৎকার দিক হলো আগের জন থেকে পরের জন শোনার পর থেকেই আমলটা আর ছাড়েননি!
উক্ত হাদীস সম্পর্কে আমর বিন আনবাসাহ রহ. চমৎকার একটা কথা বলেছেন:
-আনবাসাহ বিন আবি সুফিয়ান মৃত্যুশয্যায় আমাকে বলেছেন: এই হাদীস মনে বড় আনন্দ দেয়। কতো সহজ আমল অথচ কী অবিশ্বাস্য প্রতিদান!
অপটপিক: আনবাসাহ হাদীসটা সরাসরি তার বড় আপির কাছে শুনেছেন! আপ্পির কথা ছোট ভাই কি ফেলতে পারে! উম্মে হাবীবা রা. তার বড়োপি ছিলেন।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন