প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (১ম পর্ব) - তাহলীলের সুন্নাহ

১৬ মে, ২০২৪
৩১৪১

এক: তাহলীল মানে হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া।


দুই: আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন:

-যে ব্যক্তি দিনে একশ বার: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল-মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর’


( لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،)


বলবে, তার জন্যে আছে:

ক: দশটা গোলাম আযাদ করার সওয়াব।

খ: তার জন্যে একশটা নেকি লেখা হবে।

গ: তার একশটা গুনাহ মাফ করা হবে।

ঘ: তার জন্যে সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হবে।

ঙ: সেদিন তার চেয়ে শ্রেষ্ঠ আমলদার আর কেউ থাকবে না। তবে অন্য কেউ যদি এই আমলটা একাধিকবার করে, তার কথা আলাদা। (বুখারি ও মুসলিম)


তিন: এটি একটি অতীব মর্যাদাবান সুন্নাত। এটার অপরিমেয় প্রতিদানের কথা কল্পনাও করা যায় না। আরেকটা হাদীসের ভাবও এমন:

-আমি (নবিজী) ও অন্য নবীগণ যেসব কথা বলেছি, তার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো উপরোক্ত দু‘আ।


চার: এই সুন্নাত আদায় করতে বড়জোর মিনিট দশেক সময় লাগবে। কিন্তু তার প্রাপ্তি অসাধারণ।


আল্লাহ তা‘আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন।

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

কাছরাতে যিকির

...

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ
৮ নভেম্বর, ২০২৪
২০৪২ বার দেখা হয়েছে

নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত

...

শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দাঃ
১০ নভেম্বর, ২০২৪
৫০৩৭ বার দেখা হয়েছে

চারটি মহৎ গুণ

...

শাঈখুল ইসলাম মুফতি তাকী উসমানী
১০ নভেম্বর, ২০২৪
৩৭০৯ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →