৫৫. আর রহমান ( আয়াত নং - ৭২ )

bookmark
حُوۡرٌ مَّقۡصُوۡرٰتٌ فِی الۡخِیَامِ ۚ
হূরুমমাকসূরা-তুন ফিল খিয়া-ম।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

এমন হুর, যাদেরকে তাঁবুতে হেফাজতে ১৬ রাখা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১৬. সে সব তাঁবু কেমন হবে? বুখারী শরীফের এক হাদীছে বর্ণিত হয়েছে যে, তা হবে বিশাল লম্বা-চওড়া মুক্তার তৈরি।