৫৫. আর রহমান ( আয়াত নং - ৬৪ )

bookmark
مُدۡہَآمَّتٰنِ ۚ
মুদ হূমমাতা-ন।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

উদ্যান দু’টি (অত্যধিক সবুজ হওয়ার কারণে) কৃষ্ণাভ দেখা যাবে। ১৫

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১৫. সবুজ রং বেশি গাঢ় ও গভীর হলে দূর থেকে তা ঈষৎ কালো মনে হয়। জান্নাতের এ উদ্যান দু’টি সে রকমই হবে।