৫৫. আর রহমান ( আয়াত নং - ৫২ )

bookmark
فِیۡہِمَا مِنۡ کُلِّ فَاکِہَۃٍ زَوۡجٰنِ ۚ
ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

তাতে প্রত্যেক ফল থাকবে দু’ দু’প্রকার। ১৩

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১৩. অর্থাৎ এক প্রকার দুনিয়ার পরিচিত ফল এবং আরেক প্রকার এমন যা দুনিয়ায় দেখেনি। এভাবে দুনিয়ায় যত প্রকারের ফল আছে, তার প্রত্যেকটিরই এক অপরিচিত প্রকারও জান্নাতে থাকবে। -অনুবাদক