৫৩. আন-নাজ্‌ম ( আয়াত নং - ৬ )

bookmark
ذُوۡ مِرَّۃٍ ؕ  فَاسۡتَوٰی ۙ
যূ মিররাতিন ফাছতাওয়া

অর্থঃ

মুফতী তাকী উসমানী

যে ক্ষমতার অধিকারী। সুতরাং সে আত্মপ্রকাশ করল,

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

৩. এর দ্বারা হযরত জিবরাঈল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। বিশেষভাবে তার শক্তির কথা উল্লেখ করে কাফেরদের মনের এই সম্ভাব্য ধারণাকে খণ্ডন করা হয়েছে যে, কোন ফেরেশতা যদি তাঁর কাছে ওহী নিয়ে এসেও থাকেন, তবে মাঝপথে যে কোন শয়তানী কারসাজী হয়নি তার কী নিশ্চয়তা আছে? এ আয়াত জানাচ্ছে, ওহীবাহী ফেরেশতা এমনই শক্তিশালী যে, অন্য কারও পক্ষে তাকে বিভ্রান্ত করা বা তার মিশন থেকে নিরস্ত করা সম্ভব নয়।