৫৩. আন-নাজ্‌ম ( আয়াত নং - ৩৮ )

bookmark
اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۙ
আল্লা-তাঝিরু ওয়া-ঝিরাতুওঁবিঝরা উখরা-।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

সে সহীফাসমূহে যা ছিল, তা এই যে, কোন বহনকারী অন্য কারও (গুনাহের) বোঝা বহন করতে ২১ পারে না।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

২১. অদ্যাবধি বাইবেলের হিযকীল পুস্তকে এ মূলনীতিটি সুস্পষ্টভাবে লেখা আছে (দেখুন হিযকীল ১৮:২০)।