২০. ত্বা-হা ( আয়াত নং - ৩৪ )

bookmark
وَّنَذۡکُرَکَ کَثِیۡرًا ؕ
ওয়ানাযকুরাকা কাছীরা-।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

এবং বেশি পরিমাণে আপনার যিকির করতে পারি। ১১

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১১. তাসবীহ ও যিকির যদিও একাকীও করা যায়, কিন্তু ভালো সঙ্গী-সাথী পেলে ও পরিবেশ অনুকূল হলে তা যিকিরের পক্ষে সহায়ক হয় ও প্রেরণা যোগায়।