২০. ত্বা-হা ( আয়াত নং - ২৭ )

bookmark
وَاحۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ ۙ
ওয়াহলুল ‘উকদাতাম মিলিলছা-নী।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন। ১০

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১০. হযরত মূসা আলাইহিস সালাম শৈশবে এক জ্বলন্ত অঙ্গার মুখে দিয়েছিলেন। তার কারণে তাঁর মুখে কিছুটা তোতলামি ও জড়তা সৃষ্টি হয়ে গিয়েছিল। তিনি সেটাই দূর করে দেওয়ার দু‘আ করেছেন।