অর্থঃ
মুফতী তাকী উসমানী
নাযিল করেছেন এক সরল-সঠিক গ্রন্থরূপে, ১ মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার এবং যেসকল মুমিন সৎকর্ম করে, তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে, তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
১. অর্থাৎ কুরআন সর্বপ্রকার প্রান্তিকতামুক্ত এক সরল ও ভারসাম্যমান গ্রন্থ। এর ভাষা ও বিষয়বস্তুতে কোন ত্রুটি ও বক্রতা নেই। এ গ্রন্থ তার অনুসারীকে সরল পথের দিশা দান করে। ফলে তার বিপথগামিতার ভয় থাকে না। সে সোজা আল্লাহর সন্তষ্টিতে উপনীত হয় ও জান্নাতের অধিকারী হয়ে যায়। -অনুবাদক