আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৪০
৫৯৫. জুমআর পরে কায়লূলা (দুপুরের শয়ন ও হালকা নিদ্রা) ।
৮৯৩। মুহাম্মাদ ইবনে উকবা শায়বানী (রাহঃ) ......... হুমাইদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রাযিঃ) বলেছেনঃ আমরা জুম’আর উদ্দেশ্যে সকালে বের হতাম, তারপর (নামায শেষে) কায়লূলা করতাম।
