আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১০- জুমআর অধ্যায়

হাদীস নং: ৮৫৬
আন্তর্জতিক নং: ৯০২

পরিচ্ছেদঃ ৫৬৯. কতদূর থেকে জুমআর নামাযে আসবে এবং জুমআ কার উপর ওয়াজিব?
কেননা, আল্লাহ তাআলা বলেছেনঃ জুমআর দিন যখন নামাযের জন্য আহবান করা হয়, (তখন) আল্লাহর যিক্‌রের দিকে দৌড়িয়ে যাও।
আতা (রাহঃ) বলেছেন, যখন তুমি কোন বড় শহরে বাস কর, জুমআর দিন নামাযের জন্য আযান দেওয়া হলে, তা তুমি শুনতে পাও বা না পাও, তোমাকে অবশ্যই জামাআতে হাযির হতে হবে।
আনাস (রাযিঃ) যখন (বসরা থেকে) দু’ ফারসাখ (ছয় মাইল) দূরে অবস্থিত জাবিয়া নামক স্থানে তাঁর বাড়ীতে অবস্থান করতেন, তখন কখনো জুমআ পড়তেন, কখনো পড়তেন না।

৮৫৬। আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... নবী (ﷺ) এর সহধর্মিণী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন তাদের বাড়ী ও উঁচু এলাকা থেকেও জুমআর নামাযের জন্য পালাক্রমে আসতেন। আর যেহেতু তারা ধুলোবালির মধ্য দিয়ে আগমন করতেন, তাই তারা ধূলিমলিন ও ঘর্মাক্ত হয়ে যেতেন। তাঁদের দেহ থেকে ঘাম বের হত। একদিন তাদের একজন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসেন। তখন নবী (ﷺ) আমার নিকট ছিলেন। তিনি তাঁকে বললেনঃ যদি তোমরা এ দিনটিতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন