আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১০- জুমআর অধ্যায়

হাদীস নং: ৮৫৪
আন্তর্জতিক নং: ৯০০

পরিচ্ছেদঃ ৫৬৭. মহিলা, বালক-বালিকা এবং অন্য যারা জুমআয় হাযির হয় না, তাদের কি গোসল করা প্রয়োজন?

৮৫৪। ইউসুফ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) এর স্ত্রী (আতিকাহ বিনতে যায়দ) ফজর ও ইশার নামাযের জামাআতে মসজিদে হাযির হতেন। তাঁকে বলা হল, আপনি কেন (নামাযের জন্য) বের হন? অথচ আপনি জানেন যে, উমর (রাযিঃ) তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তা হলে এমন কি বাধা রয়েছে যে, উমর (রাযিঃ) স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হল, তাঁকে বাধা দেয় রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন