আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৯৭
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭৬১। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অবশ্যই নবী (ﷺ) এর নামাযের ন্যায় নামায আদায় করব। আবু হুরায়রা (রাযিঃ) যোহর, ইশা ও ফজরের নামাযের শেষ রাক'আতে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর কুনূত পড়তেন। এতে তিনি মু’মিনগণের জন্য দুআ করতেন এবং কাফিরদের প্রতি লা’নত করতেন।*
*কুনূত মানে দু'আ-প্রার্থনা। তা কল্যাণ-অকল্যাণ উভয় দিক কামনাতেই হতে পারে। এটা জাতীয় বিপদ-বিপর্যয়কেন্দ্রিক সাময়িক ফজর নামায বা যে কোন নামাযে পড়া যেতে পারে; নতুবা কেবল বিতর নামাযের তৃতীয় রাক'আতে সারা বছর পড়তে হয়। (বিস্তারিত জানতে দেখুন- মূল বুখারী শরীফ খ-১, পৃ-১১০, টীকা নং-২)
*কুনূত মানে দু'আ-প্রার্থনা। তা কল্যাণ-অকল্যাণ উভয় দিক কামনাতেই হতে পারে। এটা জাতীয় বিপদ-বিপর্যয়কেন্দ্রিক সাময়িক ফজর নামায বা যে কোন নামাযে পড়া যেতে পারে; নতুবা কেবল বিতর নামাযের তৃতীয় রাক'আতে সারা বছর পড়তে হয়। (বিস্তারিত জানতে দেখুন- মূল বুখারী শরীফ খ-১, পৃ-১১০, টীকা নং-২)
