আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৬৯৮
আন্তর্জতিক নং: ৭৩৪
পরিচ্ছেদঃ ৪৭৪. নামাযের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ সমূহ: ফরয তাকবীর বলা ও নামায শুরু করা।
৬৯৮। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ ইমাম নির্ধারণ করা হয় তাঁর অনুসরণের জন্য। তাই যখন তিনি তাকবীর বলেন, তখন তোমরাও তাকবীর বলবে, যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করবে। তিনি যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলেন তখন তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে। আর তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে। যখন তিনি বসে নামায আদায় করেন তখন তোমরাও বসে নামায আদায় করবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন