আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৩৯
২৭৯৯. সন্তানাদির বর্তমানে স্বামীর উত্তরাধিকার।
৬২৮৩। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (প্রথমে) মাল ছিল সন্তানাদির আর ওসিয়ত ছিল পিতামাতার জন্য। কিন্তু পরে আল্লাহ তা রহিত করে দিয়ে এর চেয়ে উত্তমটি প্রবর্তন করেছেন। পূরুষের জন্য নারীদের দু’জনের সমতুল্য অংশ নির্ধারণ করেছেন। আর পিতা মাতার প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ নির্ধারণ করেছেন। স্ত্রীর জন্য নির্ধারণ করেছেন (সন্তান থাকা অবস্থায়) এক অষ্টমাংশ এবং (সন্তান না থাকলে) এক চতুর্থাংশ। আর স্বামীর জন্য (সন্তান না থাকলে) অর্ধেক আর (সন্তান থাকলে) এক চতুর্থাংশ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন