আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬১৮৬
আন্তর্জতিক নং: ৬৬৪১

পরিচ্ছেদঃ ২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?

৬১৮৬। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হিন্দা বিনতে উতবা ইবনে রবীআ (একদা) বলল, ইয়া রাসূলাল্লাহ! এমন এক সময় ছিল যখন ভূপৃষ্টে যারা বাস করছে তাদের মাঝে আপনার অনুসারী যারা তারা লাঞ্ছিত হোক এটা আমি খুবই পছন্দ করতাম। (এখানে বর্ণনার মাঝে তিনি أَخْبَاءٍ বলেছেন, না خِبَاءٍ বলেছেন এ সম্পর্কে রাবী ইয়াহয়ার সন্দেহ রয়েছে।) কিন্তু আজ আমার কাছে এর চেয়ে অধিক প্রিয় কিছুই নেই যে, তাবুতে বসবাসকারীদের মাঝে আপনার অনুসারীরা সম্মানিত হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কসম ঐ মহান সত্তার, যার হাতে মুহাম্মাদের প্রাণ! এ মর্যাদা আরও বর্ধিত হোক। হিন্দা বললোঃ আবু সুফিয়ান নিশ্চয়ই একজন কৃপন লোক। তার মাল থেকে (তার পরিজনকে) কিছু খাওয়ালে এতে কি আমার কোন অন্যায় হবে? তিনি বললেনঃ না। তবে তা (শরীয়তসম্মত) হতে হবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন