আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৬০৭৫
আন্তর্জতিক নং: ৬৫১৯

পরিচ্ছেদঃ ৩৪৫৫. আল্লাহ তাআলা যমীনকে মুষ্টিতে ধারণ করবেন।
এ কথা নাফি' (রাহঃ) ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

৬০৭৫। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ (কিয়ামতের দিন) আল্লাহ তাআলা যমীনকে আপন মুঠোয় আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাত দিয়ে লেপটে দিবেন। এরপর তিনি বলবেনঃ আমিই অধিপতি, দুনিয়ার বাদশাহরা কোথায়?


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন