আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৯৯১
আন্তর্জতিক নং: ৬৪৩৪
পরিচ্ছেদঃ ৩৪২১. নেককার লোকদের বিদায় গ্রহণ।
৫৯৯১। ইয়াহয়া ইবনে হাম্মাদ (রাহঃ) ......... মিরদাস আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ নেককার লোকেরা ক্রমান্বয়ে চলে যাবেন। আর থেকে যাবে নিকৃষ্টরা - নষ্ট যব অথবা খেজুরের মত লোকজন। আল্লাহ তাআলা এদের প্রতি ভ্রুক্ষেপও করবেন না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন