আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪৩৩
৩৪২০. মহান আল্লাহর বাণীঃ হে মানুষ! আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কাজেই পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে ....... যেন জাহান্নামী হয় পর্যন্ত (৩৫ঃ ৫-৬)।
ইমাম বুখারী বলেন, السَّعِيرِ এর বহুবচন سُعُرٌ আর মুজাহিদ বলেন, الْغَرُورُ এর মানে শয়তান।
৫৯৯০। সা’দ ইবনে হাফস (রাহঃ) ......... ইবনে আবান –তিনি হুমরান ইবনে আবান–থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি উসমান ইবনে আফফান (রাযিঃ) এর কাছে উযুর পানি নিয়ে এলাম। তখন তিনি মাকায়িদ-এ বসা ছিলেন। তিনি উত্তমরূপে উযু করলেন। তারপর তিনি বললেনঃ আমি নবী (ﷺ) কে এ স্থানেই দেখেছি, তিনি উত্তমরূপে উযু করলেন, এরপর তিনি বললেন, যে ব্যক্তি এ উযুর মতো উযু করবে, তারপর মসজিদে এসে দু’রাকআত নামায আদায় করে সেখানে বসবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তিনি বললেন, নবী (ﷺ) আরও বলেন যে, তোমরা ধোকায় পড়ো না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন