আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং: ৫৯৪৫
আন্তর্জতিক নং: ৬৩৮৭

পরিচ্ছেদঃ ৩৩৯৬. বরের জন্য দুআ করা।

৫৯৪৫। আবু নু'মান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) বলেন, আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে রেখে ইন্‌তিকাল করেন। তারপর আমি একজন মহিলাকে বিয়ে করি। নবী (ﷺ) বললেনঃ তুমি কি বিয়ে করেছ? আমি বললামঃ হ্যাঁ। নবী (ﷺ) জিজ্ঞাসা করলেন, সে মহিলাটি কুমারী না অকুমারী? আমি বললামঃ অকুমারী। তিনি বললেন, তুমি একজন কুমারী বিয়ে করলে না কেন? তাহলে তুমি তার সঙ্গে ক্রীড়া-কৌতুক করতে এবং সেও তোমার সঙ্গে ক্রীড়া-কৌতুক করত। অথবা বলেছেন, তুমি তার সাথে এবং সেও তোমার সাথে হাসিখুশি করতো। আমি বললামঃ আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে রেখে ইন্‌তিকাল করেছেন। সুতরাং আমি এটা পছন্দ করলাম না যে, তাদের মত কুমারী বিয়ে করে আনি। এজন্য আমি এমন একজন মহিলাকে বিয়ে করেছি, যে তাদের দেখাশোনা করতে পারবে। তখন তিনি দুআ করলেনঃ আল্লাহ তোমাকে বরকত দিন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন